English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১১:১৪

শিবচরে বিদেশি অস্ত্র ও গুলিসহ যুবক আটক

অনলাইন ডেস্ক
শিবচরে বিদেশি অস্ত্র ও গুলিসহ যুবক আটক

মাদারীপুরের শিবচরে একটি বিদেশি অস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ রিফাত মাহবুব (২৭) নামে এক যুবককে আটক করেছে শিবচর থানা পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হক শিকদারের ভাতিজা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ‘গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রিফাত একটি ম্যাগাজিনসহ তার বাড়িতে অবস্থান করছে। এ সময় আমি সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে গিয়ে তার ঘরের বিছানার নিচ থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি ৭.৬৫ মডেলের ম্যাগাজিনসহ তাকে আটক করি।তিনি আরও বলেন, গত নির্বাচনে তার চাচা নুরুল হক শিকদার চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। ধারনা করা হচ্ছে নির্বাচনে প্রভাব বিস্তার করতে তিনি অস্ত্রটি তার কাছে রেখেছেন। তার বিরুদ্ধে শিবচর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।