English Version
আপডেট : ৫ জুলাই, ২০২১ ১৫:৩০

এখানেও পুলিশ থাকে!

অনলাইন ডেস্ক
এখানেও পুলিশ থাকে!

ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী তদন্ত কেন্দ্রের বেহাল দশা । যেকোনো সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটতে পারে আশংকা স্থানীয়দের।

দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা কক্ষে জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্পে কাজ করে যাচ্ছেন, একজন উপ পরিদর্শকসহ (এসআই) ১৬ জন পুলিশ সদস্য। অস্থায়ী ক্যাম্পটি সংস্কারে কর্তৃপক্ষের ভ্রুক্ষেপ না থাকায় দিন দিন অবস্থা আরও ঝুঁকিপূর্ণ হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই পানি গড়িয়ে তদন্ত কেন্দ্রে বিশ্রামে থাকা ও রাত্রি যাপনকারীগণ ভিজে যান। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় সেখানে পানি জমে থাকে। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি রোগ জীবাণুর জন্ম হচ্ছে প্রতিনিয়ত। যা ওই সংশ্লিষ্ট এলাকার জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। এছাড়াও কর্মরত পুলিশ সদস্যদের কাপড়-চোপড়, সিট ও আসবাবপত্র ভিজে বিনষ্ট হচ্ছে । মানুষের নিরাপত্তায় নিয়োজিত অথচ তাদেরই কোনো নিরাপত্তা নাই।

তদন্তে কেন্দ্রে কর্মরত পুলিশ কনস্টেবল জামাল উদ্দিন বলেন, আমি পুলিশে চাকুরি করি দীর্ঘ ৩৪ বছর ধরে । মানুষের সেবাই আমার কাজ। এর আগে কখনও এমন দুর্ভোগের শিকার হয়নি।

ক্যাম্পের এসআই আজিজুর হক বিডি২৪লাইভ বলেন, ক্যাম্পে হাজতখানাসহ আনুষাঙ্গিক যা প্রয়োজন তার কিছুই নেই এখানে। যা নিরাপত্তার বিঘ্ন ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিডি২৪লাইভকে বলেন, ক্যাম্পের বেহাল অবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জল কান্তি প্রধান স্যারের সাথে কথা বলেছি। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়সহ এলাকার নিরাপত্তায় ক্যাম্পের ব্যাপক ভূমিকা রয়েছে।