English Version
আপডেট : ৫ জুলাই, ২০২১ ১৩:৫৫

নেত্রকোনায় কঠোর অবস্থানে প্রশাসন

অনলাইন ডেস্ক
নেত্রকোনায় কঠোর অবস্থানে প্রশাসন

লকডাউনের নেত্রকোনায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সেনাবাহিনীর সহায়তায় জেলা প্রশাসন, পুলিশ সকাল থেকেই সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। তবে অনেকে জরুরি প্রয়োজন দেখিয়ে পায়ে হেঁটেও বের হচ্ছে। 

শহরের মোক্তারপাড়া, ব্রিজ সংলগ্ন জয়ের বাজার, শহীদ মিনার মোড়, তেরী বাজার মোড়, আখড়ার মোড় থানার মোড় ব্রিজসহ সবখানে পুলিশের টহল রয়েছে জোরদার। চলছে তথ্য অফিসের মাইকিং। এছ্ড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে পৌরসভার সমন্বয়ে। 

এদিকে সাধারণ মানুষের আনোগোনা কমাতে প্রশাসন জরিমানা অব্যাহত রখেছে। জনগনকে সতর্ক করছে। জেলা প্রশাসক কাজি মো আবদুর রহমান জানান, মানুষকে যথাসম্ভব সতর্ক করা হচ্ছে। একেবারেই যারা মিথ্যার আশ্রয় নিচ্ছে তাদেরকে জরিমানা করা হচ্ছে। তবে কারো সাথে যেন অন্যায় না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে। তিনি আরও জানান, জেলায় মোট ৮১টি টিম কাজ করছে। গত ২৪ ঘণ্টায় ১৩৯টি অভিযান, ২৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।