English Version
আপডেট : ৫ জুলাই, ২০২১ ১৩:৩৭

চট্রগ্রামে একদিনে শনাক্ত ৫৫৯, মৃত্যু ৫

অনলাইন ডেস্ক
চট্রগ্রামে একদিনে শনাক্ত ৫৫৯, মৃত্যু ৫

রবিউল হোসেন রবি, চট্রগ্রাম থেকে: বন্দর নগরী চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৫৯ জনের দেহে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১২ শতাংশ।

সোমবার (৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৫৫৯ জন।

সিভিল সার্জনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এদিকে রাউজান উপজেলায় শনাক্তদের মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪১৪ জন এবং উপজেলায় ১৪৫ জন। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৯২৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭২২ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। এদের মধ্যে নগরে ১ জন এবং উপজেলায় ৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৬০ হাজার ৯২৭ জন। এইদিন করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।