English Version
আপডেট : ৫ জুলাই, ২০২১ ১২:৫২

যশোরে এক হাসপাতালেই করোনায় প্রাণ হারাল ১৬ জন

অনলাইন ডেস্ক
যশোরে এক হাসপাতালেই করোনায় প্রাণ হারাল ১৬ জন

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১৬ জন মারা গেছেন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই নারী এবং বয়স ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে। মৃতদের মধ্যে একজন নড়াইলের লোহাগড়া, একজন ঝিনাইদহের মহেশপুর উপজেলার এবং অপর চার জন যশোরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাকি ১০ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানান যশোর জেনারেল হাসপাতালেল আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ। তিনি আরও জানান, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া ছয় নারী যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ওয়ার্ডে (রেড জোনে) ভর্তি ছিলেন।

তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ মোট ভর্তি রয়েছেন ১২৬ জন এবং ইয়েলো জোনে আছেন ৮৬ রোগী। এদিকে, আজ সোমবার (৫ জুলাই) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনার টেস্টে ১৮৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। যশোরের ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। শনাক্তের হার ৪১ দশমিক ৭৯।