English Version
আপডেট : ৫ জুলাই, ২০২১ ১২:৩৭

দিনাজপুরে উপসর্গসহ করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৭

অনলাইন ডেস্ক
দিনাজপুরে উপসর্গসহ করোনায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৭

দিনাজপুরে করোনায় মৃত্যুর চেয়ে বেশী মারা যাচ্ছে করোনা উপসর্গ নিয়ে। গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিয়ত মৃত্যু বাড়ছে। পাশাপাশি বেড়েছে আক্রান্তের সংখ্যা। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর জন্য বেড রয়েছে ১৩৯টি এবং সদর জেনারেল হাসপাতালে ৩০টি। আইসিইউ বেড ১৬টি এবং এসডিআর ১১টি। প্রতিটি বেড-এ এখন রোগী ভর্তি রয়েছে। রোগী বাড়ার সাথে অন্য ওয়ার্ড থেকে বেডের ব্যবস্থা করা হচ্ছে। 

এসব তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ উল হক আরও জানান,  গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৮১ জন। একই সময়ে দিনাজপুর জেলায় ৮৪১টি নমুনা পরীক্ষায় ২৬৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.৭৪ শতাংশ। 

একই সময়ে জেলার মধ্যে দিনাজপুর সদরে ৫৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৮৭জন করোনা পজিটিভ শনাক্ত। আক্রান্তের হার ৩৪.৩৭ শতাংশ। অপরদিকে, জেলায় হোম আইসোলেশনে রয়েছে ২৫৪৩ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ৮৫সহ করোনায় ভর্তি রয়েছেন ১৮৮জন। বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত ২৬৪৬ জন রোগী। 

উল্লেখ্য, দিনাজপুরে করোনা রোগীর চিকিৎসার জন্যে অক্সিজেন সিলিন্ডার ১২৮৫টি এবং জেলায় ১৫২৪টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ১৯টি, অক্সিজেন কনসেনট্রেটর ২৮এবং জেলায় ৬৩টি রয়েছে। সোমবার করোনা আক্রান্ত ২৬৭জনসহ দিনাজপুর জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৩৫৪জন, ১০৯ জনসহ জেলায় এ পর্যন্ত সুস্থ ৬৫২৭জন। জুন মাসেই করোনায় মৃত্যু ৪৩ জন এবং এ পর্যন্ত জেলায় মৃত্যু ১৮১ জন।