English Version
আপডেট : ৫ জুলাই, ২০২১ ১১:২৯

লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে টেকনাফ উপজেলা প্রশাসন

অনলাইন ডেস্ক
লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে টেকনাফ উপজেলা প্রশাসন

সরকার ঘোষিত কঠোর লকডাউনের টেকনাফ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ নিরলসভাবে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার পৌরশহর ও বিভিন্ন এলাকায় লকডাউন কার্যকরে অভিযান অব্যাহত রেখেছে।

রবিবার কঠোর লকডাউনের ৪র্থ দিনেও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ও সরকারি ঘোষণা অনুযায়ী জনসাধারণকে লকডাউন মানাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে ও হ্নীলা বাজারে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে নেতৃত্বদান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহা. আবুল মনসুর। এ সময় স্বাস্থ্যবিধি মানা সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।

৪র্থ দিনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা ও মেয়াদ না থাকা খাদ্য সামগ্রী বিক্রি করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ২টি মামলায় ২ হাজার ৫০০ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার এসআই ছানাউল্লাহসহ পুলিশ সদস্য ও মিডিয়াকর্মীরা।এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মনসুর বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের বিস্তার তরতর করে বেড়ে চলেছে তাই আমরা সরকারি আইন জনগণকে মানাতে ও জনসচেতনতা বৃদ্ধি করণে এ অভিযান পরিচালনা করছি ও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আইন অমান্য কারীদের কঠিন শাস্তি ও জরিমানা চলমান থাকবে এবং সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।