English Version
আপডেট : ৪ জুলাই, ২০২১ ১৭:৪৫

নরসিংদীতে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা অব্যাহত

অনলাইন ডেস্ক
নরসিংদীতে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা অব্যাহত

সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে নরসিংদী জেলাজুড়ে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। শনিবার (৩ জুলাই) সকাল থেকে জেলা সদরসহ ৬ উপজেলা পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরায় মাঠে ছিল প্রশাসন, পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেককে বাড়ির বাইরে বের হতে দেখা গেছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে ব্যক্তিগত ও পণ্যবাহি গাড়ি, রিকশা ভ্যান ছাড়া বন্ধ ছিল সবধরনের যানবাহন চলাচল। জেলা শহরের সড়কে রিকশা ভ্যান ও জরুরি পণ্যবাহি গাড়ি ছাড়া কোন যানবাহন চলাচল করেনি। তবে প্রশাসনের তৎপরতার পরও অনেককে বাইরে বের হতে দেখা গেছে। তাদের অনেককেই মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। অনেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দোকানপাট খোলার চেষ্টা করলেও পরে বন্ধ করে দেয়া হয়।

সকাল থেকে লকডাউন বাস্তবায়নে নরসিংদী পৌর শহরে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া ও সেনাবাহিনীর মেজর মো. কামরুল ইসলামের নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি দল। এসময় শালিধা, চৌয়ালা, সাটিরপাড়া, বড় বাজার ও শিক্ষাচত্বর এলাকায় অহেতুক বাইরে বের হওয়া লোকজনকে সতর্ক করে ফিরিয়ে দেয়া হয়। এছাড়া নরসিংদী বাজারে দোকানপাট বন্ধ রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে কাঁচাবাজারে বেচাকেনার তদারকি করা হয়।

এছাড়া জেলার আরও ৫ উপজেলায় লকডাউন বাস্তবায়নে তৎপর ছিল উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। বিভিন্ন হাটবাজার, গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে ছিল পুলিশের তৎপরতা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শেষ হলে বিভিন্ন এলাকায় মাস্ক ছাড়াই লোকজনকে অহেতুক বাইরে বের হতে দেখা গেছে।