English Version
আপডেট : ৪ জুলাই, ২০২১ ১৬:৫২

রাজবাড়ীতে বিকাশ প্রতারনা চক্রের সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজবাড়ীতে বিকাশ প্রতারনা চক্রের সদস্য গ্রেফতার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিকাশ প্রতারনা চক্রের এক সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম, রুহুল আমিন ওরফে রুহু (২৮)। সে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের কালাম খানের ছেলে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, গত ১লা মে উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের হরিপদ ঘোষের ছেলে দেবাংশু ঘোষের কাছ থেকে ৮৪ হাজার ৯শত টাকা মোবাইলে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয় রুহুল আমিন ওরফে নুহু। এ বিষয়ে দেবাংশু ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা প্রতারকের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় জিডি করেন। জিডির সুত্রধরে থানার পুলিশ তদন্তে নামে। দীর্ঘদিন তদন্ত শেষে প্রতারক রুহুল আমিনকে সনাক্ত করে।

পরে দেবাংশু ঘোষ বাদী হয়ে শনিবার থানায় নিয়মিত মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২১টি মোবাইলের বিকাশ করা সিম, একটি এ্যাপাসী রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল, প্রতারনা কাজে নিয়োজিত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। রবিবার সকালে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।