English Version
আপডেট : ৪ জুলাই, ২০২১ ১৬:৩৮

পাংশায় ৪র্থ দিনেও লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন

অনলাইন ডেস্ক
পাংশায় ৪র্থ দিনেও লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন

রাজবাড়ীর পাংশায় কঠোর লকডাউনের চতুর্থ দিনে লকডাউন বাস্তবায়নে কাজ করেছে উপজেলা প্রশাসন-সেনাবাহিনী ও পুলিশ বাহিনী।

রবিবার (৪ জুলাই) পাংশা পৌর শহর এলাকায় লকডাউন কার্যকর করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী ও সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন মাঠে ছিলেন। তাদেরকে সহযোগীতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকষ দল।

এসময় সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে বাইরে চলাফেরা এবং বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বাজারে আসায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদ- প্রদান করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী সতর্কমূলকভাবে ৫টি মামলায় ৮শত টাকা ও সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন ৮টি মামলায় ২ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন পাংশায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। মহামারী এই করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচাতে উপজেলাবাসীকে ঘরে থাকতে বলছি। কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে হবেন না। তিনি লকডাউন বাস্তবায়নে সকলে সহযোগিতা কামনা করেন।