English Version
আপডেট : ৪ জুলাই, ২০২১ ১৬:২২

ফরিদপুরে আরও ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ফরিদপুরে আরও ৭ জনের মৃত্যু

চলমান লকডাউন বাস্তবায়নের লক্ষে বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুর শহরে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনী। এর আগে রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ সিভিল সার্জন, সেনাবাহিনী, র‌্যাব, আনসার এর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

সভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর নেতৃত্বে সকল বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরে মহড়া দেওয়া হয়। এসময় শহরের ভাঙ্গা রাস্তার মোড়সহ বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। 

এদিকে, ফরিদপুরে করোনায় আক্রান্তের হার কমছেই না। গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৩৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। যা শনাক্তের হার হিসাবে ৪৭ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছে। জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান জানান, করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ১৫ জন এবং করোনার সাধারণ ওয়ার্ডে ২৭৪ জন ভর্তি রয়েছেন।