English Version
আপডেট : ৪ জুলাই, ২০২১ ১৬:২০

সখীপুরে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
সখীপুরে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ প্রতিদিনের অনলাইনে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের সখীপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মুচি সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার সকালে উপজেলা মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প পরিচালক এরশাদুল আলম, সাংবাদিক মোজাম্মেল হক সজল। এর আগে, গত শনিবার বিকেলে মুচি সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন নিয়ে বাংলাদেশ প্রতিদিনের অনলাইনে একটি সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদ দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের খাদ্য সামগ্রী দেওয়ার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, সখীপুরে অসহায় মুচি সম্প্রদায়দের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও লবণসহ খাদ্য সামগ্রীর একটি প্যাকেট তুলে দিচ্ছি। পৌরসভায় বিতরণ শেষ করে উপজেলার বিভিন্ন এলাকায় অন্যানদের মধ্যেও এসব বিতরণ করা হবে।