English Version
আপডেট : ৪ জুলাই, ২০২১ ১৫:১০

চরভদ্রাসনে তৎপর পুলিশ

অনলাইন ডেস্ক
চরভদ্রাসনে তৎপর পুলিশ

ফরিদপুরের চরভদ্রাসনে করোনা মোকাবেলায় সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর রয়েছে পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে ভূমি অফিস সংলগ্ন সড়কে চরভদ্রাসন থানা পুলিশের এ তৎপরতা লক্ষ্য করা যায়।

চরভদ্রাসন থানা পরিদর্শক মো: জাকারিয়া হোসেনের তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছিলেন উপ-পরিদর্শক মো: ফিরোজ মোল্যা, উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ।

এ সময় তারা অপ্রয়োজনীয় কারণে বাজারমুখি লোকজনকে বাধা প্রদান করেন এবং এছাড়া বিনা প্রয়োজনে কেউ যেন বাইরে বের না হন তার জন্য অনুরোধ করেন।মো: জাকারিয়া হোসেন জানান সরকারের নির্দেশনা বাস্তবায়নে উপজেলার সদর বাজারসহ বিভিন্ন বাজার ও গ্রাম এলাকায় পুলিশের সার্বক্ষনিক তদারকি রয়েছে। এছাড়া এ মহামারী মোকাবেলায় সকলকে ঘরে থাকার অনুুরোধ করেন তিনি।