English Version
আপডেট : ৪ জুলাই, ২০২১ ১৩:৫০

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে বিরেন রায় (৩৭) নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী  গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত বিরেন রায় (৩৭) দক্ষিণ গোতামারী গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে। তিনি গত চার বছর ধরে পোল্ট্রি ফার্মের ব্যবসা করে আসছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামে পোল্ট্রি ব্যবসায়ী বিরেন রায় শেয়াল ও চুরি রুখতে প্রতি রাতে চারদিকে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাতে বাড়ি ফিরেন। রবিবার সকালে পোল্ট্রি ফার্মে এসে বিদ্যুতের সংযোগ না খুলে অসাবধানবশত তিনি  বিদ্যুৎস্পৃষ্টে মরা যান। পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।