English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১৭:২৬

পঞ্চগড়ে করোনা আক্রান্তে বিজিবি সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক
পঞ্চগড়ে করোনা আক্রান্তে বিজিবি সদস্যের মৃত্যু

পঞ্চগড়ে করোনা আক্রান্ত হয়ে আবুল হোসেন (৭০) নামে এক সাবেক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। তার বাড়ি বোদা উপজেলার পৌরসভা এলাকার জামাদার পাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত চাঁন মামুনের ছেলে। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস আই এম রাজিউল করিম রাজু জানান গত ২৭ জুন তিনি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন পরিক্ষায় করোনা পজিটিভি সনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায় আবুল হোসেন গত দশদিন পূর্ব হতে জ্বর ও শরীরের ব্যাথায়  ভূগতেছিল পরে গত ২৭জুন সে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে এন্টিজেন পরীক্ষায় তার করোনা সনাক্ত হয়। এরপর থেকে সে স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে বাড়িতে থেকেই চিকিৎসাধীন ছিলেন। সকাল থেকে তার জ্বর শরীরের ব্যাথা ও মাথাঘোড়া বেড়ে যায়। পরে দুপুর ২টার দিকে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী জানায় স্বাস্থ্যবিধি মেনে ওই বিজিবি সদস্যের জানাযা সম্পন্ন হবে।