English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১৬:৪৩

রাজবাড়ীতে করোনায় মুক্তিযোদ্ধা নূরউদ্দিনের মৃত্যু

অনলাইন ডেস্ক
রাজবাড়ীতে করোনায় মুক্তিযোদ্ধা নূরউদ্দিনের মৃত্যু

রাজবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা এবং জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নূরউদ্দিন মিয়া (৭০) মারা গেছেন।

শনিবার ভোরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জেলার সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, নূরউদ্দিন মিয়া করোনা উপসর্গ ও অন্যান্য সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এরপর তিনি করোনা নমুনা পরীক্ষা করলে তার করোনা শনাক্ত হয়। শনিবার ভোরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী বলেন, নূরুদ্দিন মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা থাকায় তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। তার মৃত্যুতে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।