English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১৬:৩৪

ত্রিশালে মানসিক ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালেন ওসি

অনলাইন ডেস্ক
ত্রিশালে মানসিক ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালেন ওসি

ময়মনসিংহ ত্রিশাল উপজেলা সদরে ডাকবাংলোর সামনে উদ্ভ্রান্ত অবস্থায় পড়েছিলেন আনুমানিক ৬০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক নারী। শরীরে ঘা আর প্রচন্ড ব্যাথায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। শনিবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে বিষয়টি নজড়ে পড়ে স্থানীয় সাংবাদিক কামরুজ্জামান মিনহাজের।

এরপর সাংবাদিকের মাধ্যমে বিষয়টি ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিনের নজরে আসে। তাৎক্ষনিক ওসি মাঈন উদ্দিন ঘটনাস্থলে এসে গোসল করিয়ে চুল কেটে নতুন কাপড় পড়িয়ে বৃদ্ধাকে ধরাধরি করে তুলে নিয়ে যান ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বৃদ্ধাকে ওসি নিজের গাড়িতে তুলে নিয়ে ঠাঁই করে দেন পাশ্ববর্তী ভালুকা উপজেলার সারা মানবিক সংস্থায় ।

এ ব্যাপারে সাংবাদিক শামীম আজাদ আনোয়ার জানান, কয়েক বছর ধরেই এই মহিলাকে ত্রিশালে ঘোরাঘুরি করতে দেখা যেত। তার শরীরের পোকা বাসা বেঁধেছিল। শারীরিক দুর্বলতা ও অসুস্থতার কারণে ঠিকমত চলাফেরাও করতে পারতেন না।

এ বিষয়ে ওসি মাঈন উদ্দিন জানান, বাংলাদেশ পুলিশের প্রধান কাজই হচ্ছে মানবিকতা। করোনার কঠিন এ পরিস্থিতে আমাদের আরও মানবিক হতে হবে।