English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১৬:২৮

‘বেনাপোলের বস গরু’র ওজন ৩৮ মণ, দাম হাঁকানো হয়েছে ২৫ লাখ টাকা

অনলাইন ডেস্ক
‘বেনাপোলের বস গরু’র ওজন ৩৮ মণ, দাম হাঁকানো হয়েছে ২৫ লাখ টাকা

বেনাপোল শহর থেকে ৪ কিলোমিটার দূরে রঘুনাথপুর গ্রামে আকরামের বাড়ি। নিজের পালিত বৃহদাকার গরুর জন্য প্রতিদিনই তার বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। ৫ বছর ধরে গরুকে আদর যত্নে বড় করেছেন। এখন এর ওজন দাঁড়িয়েছে ৩৮ মণ। ২৫ লাখ টাকায় গরুটি বিক্রি হবে- এমনটাই প্রত্যাশা আকরামের।

কোরবানির হাটে গরুটি তুলতে চান আকরাম। তবে ইচ্ছে থাকলেও উপায় নেই। মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউনের কারণে বন্ধ রয়েছে সাতমাইল গরুর হাট। তাই আকরামের কপালে এখন চিন্তার ভাঁজ।  

কৃষক আকরাম জানান, দানাদার ও লিকুইড খাদ্য হিসেবে খৈল, গম, ভুট্টা, বুট ও ছোলার ভুষি, চিটাগুড়, ভিজানো চাল, খুদের ভাত, খড়, নেপিয়ার ঘাস ও কুড়া খাওয়ানো হয় তার বস গরুকে। আকরাম বলেন, আর্থিক সমস্যার কারণে গরুর খাবারের পিছনে টাকা খরচ করা সম্ভব না হওয়ায় কোরবানিকে সামনে রেখে বিক্রির চেষ্টা চালাচ্ছি।