English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১৫:৩৩

লোহাগাড়ায় ভারী বর্ষণে সড়ক ভেঙে চলাচলে দুর্ভোগ

অনলাইন ডেস্ক
লোহাগাড়ায় ভারী বর্ষণে সড়ক ভেঙে চলাচলে দুর্ভোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে: চট্টগ্রামের লোহাগাড়ায় ভারী বর্ষণের ফলে ডলুখাল ও হাতিয়ার খালের পানি বৃদ্ধি পেয়ে কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তবে শনিবার (৩ জুলাই) পানি কিছুটা নেমেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চুনতি এবং আধুনগর ইউনিয়নে। পানির স্রোতে ভেঙে গেছে বেশ কয়েকটি কালভার্ট এবং জনগুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। ফলে চলাচল করতে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ। এছাড়া ক্ষেত-খামারের ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা যায়, ভারী বৃষ্টিতে হতিয়ার খালের পাড় ভেঙে চুনতির রহমানিয়া পাড়া, পাঠিয়াল পাড়া ও সাতগড়ের বিভিন্ন এলাকায় রাস্তা ও কালভার্ট ভেঙ্গে গেছে। পানিতে প্লাবিত হয়ে প্রায় ১৪০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে ডলু নদীর পানি বেড়ে খালের পাড় ভেঙ্গে আধুনগনের সিপাহী পাড়া-সর্দানী পাড়ার সংযোগ সড়কটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও আখতারিয়া পাড়া, কাজীর পাড়া, রূপবান পাড়া, মৌলভী পাড়া, মিয়া পাড়া, চৌধুরী পাড়া, গাটিয়া পাড়া, সিপাহী পাড়া, সর্দানী পাড়া, দক্ষিণ হরিনা এলাকা পানিতে ডুবে যায়। হাতিয়ার খালের পাড় ভেঙে রুস্তমের পাড়া, ওজা পাড়া, মরা ডলুকুল, ছেদিরপুনি বড়ুয়া পাড়া পানিতে প্লাবিত হয়েছে। তবে শনিবার পানি কিছুটা নেমেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আহসান হাবীব জিতু বলেন, ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যানদের মাধ্যমে ঘরবন্দি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। তিনি আরও বলেন, সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে।