English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১৫:১৮

গাইবান্ধায় দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
গাইবান্ধায় দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা সদরের প্রধান ডাক ও টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পুরাতন ভবন ভাঙার কাজে নিয়োজিত আইয়ুব আলী (৪৫) নামে এক শ্রমিকের দেয়াল চাপায় মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী গাইবান্ধা সদরের উত্তর ঘাগোয়া গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে।

ভবন ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, প্রধান ডাকঘরের নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন ভবন ভাঙার কাজে নিয়োজিত ছিলেন আইয়ুব আলী। বেলা ১১টার দিকে ভবন ভাঙার কাজ চলার সময় পাশে দাঁড়িয়ে থাকা আইয়ুব আলীর ওপর একটি দেয়ালের ভাঙা অংশ গিয়ে পড়ে। তাকে দেয়ালের নিচ থেকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।