English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১৩:২৭

শাহীন মাহমুদ রাসেল কক্সবাজার প্রতিনিধি প্রিন্ট লকডাউনের দ্বিতীয় দি‌নে কক্সবাজারে ২১৮ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক

শাহীন মাহমুদ রাসেল

কক্সবাজার প্রতিনিধি

 প্রিন্ট 

 লকডাউনের দ্বিতীয় দি‌নে কক্সবাজারে ২১৮ জনকে জরিমানা

ক‌রোনা সংক্রমণ রো‌ধে কক্সবাজারে ক‌ঠোর লকডাউনের দ্বিতীয় দি‌নে সড়ক অনেটাই ফাঁকা দেখা গেছে। বিধি-নিষেধের দ্বিতীয় দিনে জেলায় ৩০টি অভিযানে ২১৪টি মামলায় ২১৮ জনকে দন্ডিত করা হয়েছে। এছাড়া জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৩৫০ টাকা। তবে কাউকে কারাদন্ড দেয়া হয়নি।

শুক্রবার (০২ জুলাই) রাত সাড়ে ৯টা দিকে এ তথ্যটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইমরান জাহিদ খান। কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নেতৃত্বে জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন।

এদিকে শুক্রবার সকাল থেকে দেখা যায়, অপ্রয়োজনীয় যানবাহনগুলো শহরে ঢোকার জন্য মরিয়া। কিন্তু তার আগেই বাস টার্মিনাল ও কলাতলীর মোড় এলাকায় অবস্থান নেয় পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা। পন্যবাহী গাড়ি ছাড়া বাকি সব গাড়িকে যাছাই করে অপ্রয়োজনীয় যানবাহনগুলোকে আটক করে জরিমানা করা হচ্ছে। আর হাইওয়েতে ৮টি চেকপোস্ট বসানো হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নপূর্বক করোনা প্রকোপ থেকে জেলাবাসীকে রক্ষায় বৃষ্টির মধ্যেও জেলা প্রশাসনের ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে ছিল। তাদের সঙ্গে কাজ করেছে জেলা পুলিশসহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। এই লকডাউনে যারা অকারণে বা খোঁড়া অজুহাতে ঘরের বাইরে বের হয়ে ঘোরাঘুরি ও অপ্রয়োজনে যানবাহন নিয়ে বের হচ্ছে তাদেরকেই মামলা ও জরিমানার আওতায় আনা হচ্ছে। তাই করোনা প্রতিরোধে সকলকে কঠোর লকডাউনের বিধি-নিষেধ মেনে চলতে হবে।

উল্লেখ্য, কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার বিধিনিষেধ অমান্য করে ঘর থেকে বের হয়ে সড়কে ঘোরাঘুরি ও অযাচিত যানবাহন চলাচল করার কারণে ১৭২ জনকে দন্ডিত করা হয়েছে। এর মধ্যে ১৬১টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে ৯১ হাজার ৬৫০ টাকা।