English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১২:১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাফিক পুলিশের চেকপোস্ট

অনলাইন ডেস্ক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাফিক পুলিশের চেকপোস্ট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় শনিবার (৩ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাফিক পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িকে মামলা দেওয়াসহ জরিমানা করা হয়েছে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রা এলাকায় চেকপোস্ট বসিয়ে সকাল থেকে পাঁচটি গাড়িকে আটক করা হয়েছে। রেকার বিলের জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা। ৬টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে।

গাজীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মকবুল হোসেন জানান, গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর নির্দেশনায় টিআই প্রশাসক খাইরুল হাসান সরকারের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও জানান, কঠোর লকডাউনের মধ্যে যেসব গাড়ি যাওয়ার অনুমতি রয়েছে সেইসব গাড়ি চলাচল করছে। আর যেসব গাড়ি কাগজপত্র অযথা চলাচল করছে সেই সব গাড়ি আটক করা হয়েছে এবং মামলা দেওয়া হচ্ছে।