English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১১:৫৭

নারীর সঙ্গে শিক্ষকের গোপন ভিডিও ধারণ, যুবক রিমান্ডে

অনলাইন ডেস্ক
নারীর সঙ্গে শিক্ষকের গোপন ভিডিও ধারণ, যুবক রিমান্ডে

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক শিক্ষকের গোপন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করার অভিযোগে সালাউদ্দিন শেখ নামক এক যুবককে আটক করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে গঠিত হওয়া মামলায় যুবককে রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে পুলিশ সালাউদ্দিনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত ভার্চুয়াল শুনানি শেষে এক দিনের রিমান্ডের আদেশ দেয়।

এর আগে বৃহস্পতিবার রাতে পিলকুনী এলাকা থেকে সালাউদ্দিনকে আটক করে র‌্যাব। সালাউদ্দিন শেখ জনি সদর উপজেলা ফতুল্লার পিলকুনী এলাকার বাসিন্দা। আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন ভিডিও ধারণ এবং চাঁদা দাবির অভিযোগে সংশ্লিষ্ট আইনের মামলায় গ্রেপ্তার আসামিকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, র‌্যাবের কাছে অভিযোগ দেয়া ওই ব্যক্তি একজন শিক্ষক। তিনি গ্রেপ্তারকৃত আসামী সালাউদ্দিন শেখ জনির পূর্ব পরিচিত। গত ২৩ জুন বিকালে তাকে ফোন করে বাড়িতে ডাকেন সালাউদ্দিন। তিনি বাড়িতে যাওয়ার পর তাকে একটি কোক খেতে দেয়া হয়। সেই কোকে যৌন উত্তেজক ঔষধ মিশানো ছিল। পরে সালাউদ্দিন তার বাড়িতে এক নারী এনে ওই নারীর সঙ্গে তার ঘনিষ্ঠতা স্থাপন করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন।

মামলার এজাহারে আরও বলা হয়, ওই শিক্ষক বাড়িতে চলে যাওয়ার পর রাত ১০টার দিকে সালাউদ্দিন ফোন করে জানান, তার গোপন ভিডিও ধারণ করা হয়েছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন সালাউদ্দিন। পরদিন ওই শিক্ষক বিষয়টি র‌্যাব ১১ এর কাছে অভিযোগ করেন।