English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১১:১৯

চাঁপাইনবাবগঞ্জে লকডাউনে অলিগলিতে দোকান খোলার প্রবণতা

অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে লকডাউনে অলিগলিতে দোকান খোলার প্রবণতা

চাঁপাইনবাবগঞ্জে লকডাউনে প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও অলিগলিতে দোকান খোলার প্রবণতা বাড়ছে।

লকডাউনের কারণে সকল বেসরকারি ও স্বায়িত্বশাসিত অফিস, সরকারি অফিস-আদালত, দোকানপাট, মার্কেট, শপিংমল, গণপরিবহনসহ রেল চলাচল বন্ধ রয়েছে। 

জেলায় প্রশাসনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা প্রধান প্রধান সড়ক-মহাসড়কসহ বাজার এলাকায় অভিযান চালাচ্ছে। এরপরও জেলা শহরের পুরাতন বাজার দাউদপুর রোড এলাকায় বৃহৎ হার্ডওয়ার ব্যবসা প্রতিষ্ঠান সেতু হার্ডওয়ার, নাসির হার্ডওয়ার, আব্দুল্লাহ হার্ডওয়ার, অসাধারণ হার্ডওয়ারসহ বিভিন্ন হার্ডওয়ার এবং কাপড়ের দোকানসহ বিভিন্ন মুদি দোকান শনিবার (৩ জুলাই) ভোর ৫টায় খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছে।মাঝে মাঝে ওইসব এলাকায় পুলিশসহ ম্যাজিষ্ট্রেট গেলে দ্রুত দোকান লাগিয়ে সটকে পড়ছে এবং তারা চলে গেলে আবারও দোকান খুলে ব্যবসা চালিয়ে যাচ্ছে। কখনওবা দোকান বন্ধ রেখে কর্মচারীরা বাইরে অবস্থান করছে এবং খরিদ্দার পেলে দোকান খুলে মালামাল দেয়া হচ্ছে।

জেলার প্রবেশদ্বার বালিয়াঘাটাসহ ৫০টি স্থানে পুলিশ দিনরাত দায়িত্ব পালন করছে। লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৭টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়ন করতে সিভিল প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। 

তবে লকডাউনের প্রথমদিন থেকেই স্বাস্থ্যবিধি মেনে সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে।