English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১০:৫৮

অ্যাম্বুলেন্স-মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের, আহত ৬

অনলাইন ডেস্ক
অ্যাম্বুলেন্স-মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের, আহত ৬

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।শনিবার (৩ জুলাই) সকাল উপজেলার ওই মহাসড়ক অংশের হাতিয়া নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সফিকুল ইসলাম বিডি২৪লাইভকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অ্যাম্বুলেন্সের সাথে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা গাজীপুরগামী একটি মাছ ভর্তি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা ৩ জন নিহত হয়। আহত হয় ৭জন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪জনে আর আহতের সংখ্যা কমে ৬ জনে হয়।