English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১৭:১৩

সাগর থেকে ভেসে আসল পা রশি দিয়ে বাঁধা ৯ গরু

অনলাইন ডেস্ক
সাগর থেকে ভেসে আসল পা রশি দিয়ে বাঁধা ৯ গরু

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগর থেকে ভেসে এসেছে ৯টি মৃত গরু। আরও ১০ থেকে ১৫টি গরু সাগরের পানিতে ভাসছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।

বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ ধুরুং পুরাতন বাতিঘর সংলগ্ন সৈকতে মৃত গরুগুলো বিক্ষিপ্তভাবে পড়ে থাকে।

ধারণা করা হচ্ছে, কোরবানির ঈদ সামনে রেখে সাগরপথে গরু বহনকারী কোনো ট্রলার দুর্ঘটনার কবলে পড়লে গরুগুলো মারা যায়।

বাতিঘর পাড়ার ইউনুছ মাঝি বলেন, বুধবার (৩০ জুন) সকাল থেকে সৈকত জুড়ে একের পর এক জোয়ারের পানিতে মৃত গরুগুলো ভেসে আসে। মৃত গরুগুলোর অনেকটা অর্ধ গলিত। ধারণা করা হচ্ছে গরু ভর্তি কোন নৌকা ডুবে সলিল সমাধি হয়েছে। যা কয়েকদিন আগের ঘটনা হতে পারে। মৃত গরুগুলো কাক, কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়।

ওই এলাকার ইউপি সদস্য মোহাম্মদ হোছাইন বলেন, সৈকতে ভেসে আসা মৃত গরুগুলো পুঁতে ফেলার জন্য দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। দ্রুত ভেসে আসা এসব গরুগুলো পুঁতে ফেলার ব্যবস্থা করা হবে।