English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১৭:০৮

মুন্সিগঞ্জে ক্রুদের জিম্মি করে লাইটার জাহাজে ডাকাতি

অনলাইন ডেস্ক
মুন্সিগঞ্জে ক্রুদের জিম্মি করে লাইটার জাহাজে ডাকাতি

মুন্সিগঞ্জ সদর উপজেলা সংলগ্ন ধলেশ্বরী নদীতে ক্রুদের জিম্মি করে দুটি লাইটার জাহাজে নৌ-ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে মুক্তারপুর এলাকা সংলগ্ন নদীতে এ নৌ-ডাকাতির ঘটনা ঘটে। এসময় এক জাহাজের মাস্টারকে মারধর ও দুটি জাহাজ থেকে ৪০টি মোবাইল ফোন সহ অর্ধলক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল। এদিকে ডাকাতির পর ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়া কাউকে আটক করা যায়নি বলে জানায় মুক্তারপুর নৌ-পুলিশ।

জাহাজ ক্রুদের বরাতে মুক্তারপুর নৌপুলিশ সূত্র জানায়, মধ্যরাতে একটি স্পীডবোট দিয়ে ১৮-২০জনের একটি ডাকাত দল মুক্তারপুর এলাকা সংলগ্ন নদীতে নোঙর করা দুটি জাহাজে আগ্নেয় ও দেশীয় অস্ত্র নিয় হামলা চালায়। এরমধ্যে এমভি ইয়াসিন আরাফাত-২ নামের জাহাজের মাস্টারকে মারধর করে জাহাজে থাকা ৪০হাজার টাকা ও ক্রুদের ১৯টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে অপর আরেকটি জাহাজ এমভি সেভেন সার্কেল-৩০ এ হামলা চালিয়ে ১৪জন ক্রুকে জিমি করে ২১টি মোবাইল ফোন ও ২০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ক্রুদের ফোন নিয়ে যাওয়া তাৎক্ষণিক কাউকে বিষয়টি পুলিশকে অবহিত করতে না পারায় এরমধ্যে ডাকাতদল পালিয়ে যায়।

এবিষয়ে মুক্তারপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক আল-আমিন জানান, ডাকাতির খবর পেয়ে ডাকাতদের ধরতে রাতে নদীতে অভিযান চালানো হয়। তবে তারা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি। ডাকাতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এবিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, ভোক্তভোগীরা থানায় এসেছিলো। তবে ঘটনাটির সীমানা নিয়ে জটিলতা থাকায় তাদেরকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় অভিযোগ দায়েরের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।