English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১৬:৫৮

প্রথম দিনেই লকডাউন মানছেন না নেত্রকোনার সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক
প্রথম দিনেই লকডাউন মানছেন না নেত্রকোনার সাধারণ মানুষ

কঠোর লকডাউনের প্রথম দিনেই নেত্রকোনার সাধারণ মানুষ মানছেন না সরকারি বিধিনিষেধ। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন মাঠে থাকলেও মানুষ বের হচ্ছেন নানা অযুহাতে। 

প্রাথমিকভাবে মানুষকে সচেতন করছে পুলিশ ও ম্যাজিস্টেটসহ জনপ্রতিনিধিরাও। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পিকেটিং করছে ট্রাফিক পুলিশ। তারপরও নানা অযুহাত দেখাচ্ছে সড়কে বের হওয়া মানুষ। 

এদিকে, নেত্রকোনা শহরের মোক্তারপাড়া প্রধান সড়কের উপরে থাকা ফলের দোকানগুলো সরিয়ে খোলা জায়গায় স্থানান্তর করছে পৌরসভা কতৃপক্ষ। পৌর সভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম জানান, সড়কে মানুষ ফল কিনতে অযুহাত দিয়ে আসছে। তাই ফলের সকল দোকান মোক্তারপাড়া মাঠে স্থানান্তর করা  হচ্ছে। পাশাপাশি কাঁচাবাজারগুলোও রাখা হবে উন্মুক্ত স্থানে। 

এদিকে, শহীদ মিনারের মোড়সহ বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন স্বেচ্ছাসেবকরা। মাইকে প্রচারসহ শহরের ১৩টি পয়েন্টে পুলিশ নজরদারি রাখা হয়েছে। 

শহীদ মিনারের মোড়ে অবস্থান নেয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা মাঠে আছি। প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে সবাইকে। 

পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীর নেতৃত্বে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, সেনাবাহিনীর ৮ ইষ্ট বেঙ্গল ময়মনসিংহ সেনানিবাসের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লেলিন ও পৌর মেয়র নজরুল ইসলাম খান শহর প্রদিক্ষণ করে সকলের সমন্বয়ে লকডাউন নিয়ন্ত্রণে নিচ্ছেন নানা পদক্ষেপ। 

পুলিশ সুপার জানান, অকারণে কিছু মানুষ বের হচ্ছেন। দিচ্ছেন নানা অযুহাত। আমরা শহরের প্রবেশ পথ বন্ধ করে দেয়াসহ বিভিন্ন সিদ্ধান্তসহ আরও বেশ কিছু পদক্ষেপ নেয়া হবে।