English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১৫:৫১

ফরিদপুরে কঠোর লকডাউন, মাঠে রয়েছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
ফরিদপুরে কঠোর লকডাউন, মাঠে রয়েছে সেনাবাহিনী

ফরিদপুরে কঠোরতার মধ্য দিয়ে চলছে সরকারের দেওয়া প্রথম দিনের লকডাউন। আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই শহরের প্রবেশ পথের ১২টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে জেলা পুলিশ। পুলিশ ও র‌্যাবের পাঁশাপাশি এসময় সেনবাহিনীর তিনটি টিম মাঠে কাজ করছে। জরুরী প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে বের হতে দেখা যায়নি।

লকডাউন কঠোরভাবে পালনের ফলে শহরের কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ব্যবসাপ্রতিষ্ঠান। শহর থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। তা ছাড়া স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রশাসন রয়েছে বেশ কঠোর অবস্থানে। পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। এ সময় পুলিশের পাঁশাপাশি সেনাবাহিনীর তিনটা টিম ও র‌্যাবের টহল দল কাজ করছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম বলেন, লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দিচ্ছি না। যানচলাচল নিয়ন্ত্রণে শহরের ১২ টি পয়েন্ট চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও তড়িৎ ব্যবস্থা নিতে পুলিশের মোবাইল প্যাট্টল টিমও কাজ করছে । তিনি বলেন, পুলিশের পাঁশাপাশি সেনাবাহিনীর তিনটা টিমও মাঠে রয়েছে।