English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১৫:৪৩

পঞ্চগড়ের করোনা আক্রান্ত আরও এক ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক
পঞ্চগড়ের করোনা আক্রান্ত আরও এক ব্যক্তির মৃত্যু

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আনিসুর রহমান জুয়েল (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ছত্রশিকারপুর মাস্টারপাড়া গ্রামের নিজ বাসায় মারা যান। সে ওই গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসআইএম রাজিউল করিম রাজু জানান, গত ২৭ জুন তিনি করোনা পজেটিভ নিয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কোভিট ইউনিটে ভর্তি হন। ওই দিনই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তিনি বুধবার রাতে বাসায় ফিরেন। বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাসায় মারা যান। বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যবিধি অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে।