English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১৫:০২

বগুড়ায় আ‌রো ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৪

অনলাইন ডেস্ক
বগুড়ায় আ‌রো ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৪

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আ‌রো ৫ ব‌্যক্তি মারা গে‌ছেন। মারা যাওয়া ব‌্যক্তি‌দের সবাই বগুড়া জেলার। এছাড়া নতুন ক‌রে আ‌রো ১৩৪জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। একই সময় সুস্থ হ‌য়ে‌ছেন ৮৩জন। বৃহস্প‌তিবার (১ জুলাই) বেলা ১১টায় বগুড়ার ডেপু‌টি সি‌ভিল সার্জন ডাঃ মোস্তা‌ফিজুর রহমান তু‌হিন এসব তথ‌্য জানান।২৪ ঘন্টায় মারা যাওয়া ব‌্যক্তিরা হ‌লেন, বগুড়া সদরের আব্দুল জলিল (৭০), রমজান আলী (৫৫) ও আকরামুল হক (৬২), শাজাহানপুর উপজেলার মোঃ মান্নান(৬০) এবং ধুনটের ইদ্রিস আলী (৫৩)।

ডেপু‌টি সি‌ভিল সার্জন ডাঃ মোস্তা‌ফিজুর রহমান তু‌হিন জানান, গত ২৪ ঘন্টায় ৩৫২ নমুনার ম‌ধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩৩টি নমুনায় ৮২জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৫ নমুনায় ১০জনের, এন্টিজেন পরীক্ষায় ৭৯নমুনায় ৩০জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫ নমুনায় ১২জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৮ দশমিক ০৬শতাংশ। নতুন আক্রান্ত ১৩৪জনের মধ্যে সদরের ৯৩জন, শাজাহানপুরে ১০জন, ধুনটে ৬জন, দুপচাঁচিয়ায় ৫জন, শেরপুরে ৫জন, শিবগঞ্জে ৪জন, আদমদীঘিতে ৪জন, গাবতলীতে ২জন, কাহালুতে ২জন এবং সারিয়াকান্দি, সোনাতলা ও নন্দীগ্রাম একজন করে আক্রান্ত হয়েছেন।

ডেপু‌টি সি‌ভিল সার্জন আরও জানান, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ‌্যা ১৩ হাজার ৯৭৩জন। এর ম‌ধ্যে সুস্থ হ‌য়ে‌ছেন ১২ হাজার ৬৯৫ জন। মোট মৃত্যু ৩৯৯জন এবং বর্তমান চিকিৎসাধীন ৮৭৯ জন।