English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১৫:০০

মানুষকে আর কত শাস্তি জরিমানা করা যায়: র‍্যাবের ডিআইজি

অনলাইন ডেস্ক
মানুষকে আর কত শাস্তি জরিমানা করা যায়: র‍্যাবের ডিআইজি

করোনাভাইরাসের বিস্তার রোধে আজ থেকে দেশে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে রাজধানীর প্রবেশ পথগুলোতে চলছে কঠোর তল্লাশি। কারণ ছাড়া বাসার বাইরে বের হলেই গুণতে হচ্ছে জরিমানা।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে বাবু বাজার ব্রিজের প্রবেশ মুখে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সঠিক কারণ দর্শাতে না পারায় চার মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছে বংশাল থানা পুলিশ। জরিমানা করা চালকরা হলেন- মঞ্জুরুল ইসলাম, হাফিজ উদ্দিন, নুরে আলম ও আনিছুর রহমান।

অপরদিকে, জরিমানার বিষয়ে বংশাল থানা পুলিশ পরিদর্শক আবুল কালাম ভূইয়া (অপারেশন) গণমাধ্যমকে বলেন, ‘কঠোর বিধি নিষেধ নিশ্চিত করতে সকাল ৬টা থেকে কাজ করছি। বিধি নিষেধ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘চেক পোস্টে যাদের সন্দেহ হচ্ছে তাদের তল্লাশি করছি। এ সময় সঠিক কারণ দর্শাতে না পারায় চার মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এদিকে, লকডাউনে সকলকে সচেতন করে র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেছেন, ‘শান্তিপ্রিয় লকডাউন চলছে। মানুষকে কত শাস্তি জরিমানা করা যায়? তবুও তাদেরকে সচেতন করা হচ্ছে। তাদের কে বোঝানোই আমাদের কাজ। আমরা বেশ কিছু গাড়ি আটকায়ে শাস্তি দিয়েছি। একজন মাস্ক না পরায় ১০০০ টাকা জরিমানাও করেছি।’