English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১৩:৫১

করোনা: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭ জন

অনলাইন ডেস্ক
করোনা: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে। গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এসময়ে নতুন করে ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করে ২৪৪টি করোনা নমুনার ফলাফল আসে। এর মধ্যে ৯৭ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৩৯ দশমিক ৭৫ ভাগ।  এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৪৪২ জনে। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৬২ জন রোগী।