English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১৩:৩৪

ঝিনাইদহে কঠোর লকডাউনে মাঠে পুলিশ

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে কঠোর লকডাউনে মাঠে পুলিশ

ঝিনাইদহে চলছে কঠোর লকডাউন। কার্যকরে মাঠে রয়েছে পুলিশ ও প্রশাসন। সকাল থেকে জেলা শহরসহ জেলার ৬ উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। করা হচ্ছে তল্লাশি। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলে জিজ্ঞাসাবাদ শেষে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও সকাল থেকে বন্ধ রয়েছে দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান।

এদিকে লকডাউনের প্রথম দিনেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে অনেকটা জনশুন্য রাস্তাঘাট।