English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১৩:১০

কঠোর লকডাউনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে বাস

অনলাইন ডেস্ক
কঠোর লকডাউনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে বাস

করোনা সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউনে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। যা বাস্তবায়নে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। আজ সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান করে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে আ্ইনশৃঙ্খলা বাহিনী। 

শহরের রাস্তায় অন্যান্য দিনের তুলনায় মানুষ ও যানবাহনের চলাচল কম লক্ষ্য করা গেছে। তবে শহরের বিভিন্ন রাস্তায় মাক্সবিহীন মানুষের চলাচলও চোখে পড়ছে। জেলা প্রশাসনের পক্ষ হতে জেলায় ৬টি ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। এছাড়া স্টাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা শহরের বিভিন্ন সড়কে টহল প্রদান করছে। 

গত ২৪ ঘন্টায় ১৮৭ জনের করোনা পরীক্ষা করে ৯৪ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫০৪৯ জন এবং মারা গেছেন ৫৫ জন।