English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১২:৫৭

লকডাউনে সাভারে গাড়ি চাপায় সেনা সার্জেন্টের মৃত্যু

অনলাইন ডেস্ক
লকডাউনে সাভারে গাড়ি চাপায় সেনা সার্জেন্টের মৃত্যু

দেশজুড়ে চলমান লকডাউনের মাঝে সাভারের আশুলিয়ার আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় অজ্ঞাত একটি গাড়ীর চাঁপায় মাজহারুল (৪০) নামের এক সেনা সার্জেন্টের মৃত্যু হয়েছে। তিনি মোটরসাইলে যোগে টাঙ্গাইলের ঘাটাইল থেকে ঢাকার উদ্দেশ্য আসছিলেন।

বৃহস্পতিবার (১জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খান। এরআগে, বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাজহারুল চাঁদপুরের কচুয়া উপজেলার পাল গিরি গ্রামের বাসিন্দা। তিনি ঘাটাইল সেনানিবাসে সার্জেন্ট (২০০৮০৯০) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, তিনি টাঙ্গাইলের ঘাটাইল থেকে মোটরসাইকেল যোগে সিভিলে ঢাকার উদ্দেশ্য যাত্রা করেছিলেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় পৌছালে পেছন থেকে দ্রুত গতির একটি অজ্ঞাত পরিবহন তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সাভার সেনানিবাসের সিএমএইচ এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান জানান, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তারা দেখছেন। এছাড়া অজ্ঞাত ওই পরিবহনটি সনাক্তের চেষ্টা চলছে।