English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১২:৪৬

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১০০ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১০০ জনের করোনা শনাক্ত

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১০০ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে এসময়ের মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। জেলায় গত ২৪ ঘণ্টায় ৪১২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার শতকরা ২৪.২৭ শতাংশ। 

জেলা সিভিল সার্জন জানান, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০ জনে। এর মধ্যে ২২৩ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৯২ জন।