English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১১:৫৬

পাটুরিয়া ঘাটে চাপ নেই

অনলাইন ডেস্ক
পাটুরিয়া ঘাটে চাপ নেই

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট আজ অনেকটা ফাঁকা। ঘাটে যানবাহন ও সাধারণ যাত্রী একেবারেই নেই। জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার করতে এই নৌরুটে প্রয়োজনীয় ফেরি রয়েছে।  

ঢাকা-আরিচা মহাসড় ও হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়কে যানবাহন, পণ্যবাহী ট্রাক, গার্মেন্টসকর্মী বহনকারী কিছু পরিবহন ছাড়া অন্য কোন পরিবহন চলাচল করতে দেখা যায়নি। সড়ক মহাসড়কে সাধারণ লোকজনও তেমন বের হয়নি। শপিংমলসহ সকল দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে পুলিশ।