English Version
আপডেট : ১ জুলাই, ২০২১ ১১:০৬

বিয়েতে বরের সামনেই কনের সঙ্গে ‘লজ্জাজনক’ কীর্তি যুবকের, ভিডিও ভাইরাল!

অনলাইন ডেস্ক
বিয়েতে বরের সামনেই কনের সঙ্গে ‘লজ্জাজনক’ কীর্তি যুবকের, ভিডিও ভাইরাল!

বিয়ের মঞ্চে বসে আছেন বর, পাশেই কনের সঙ্গে ‘লজ্জাজনক’ কীর্তি ঘটালেন এক যুবক। যা দেখে সকলে হতবাক হয়েছেন। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলেছেন, ‘লজ্জাজনক’ কাজ করেছেন ওই যুবক। খবর হিন্দুস্তান টাইমস এর।

সেই ভিডিওতে দেখা গেছে, কনের আসনের এক হাতলে বসে আসেন সেই যুবক। এসময় হাত দিয়ে কনের গাল ধরে কিছু বলতে দেখা যায় তাকে। সম্ভবত কনের কানে কিছু বলছিলেন। এতে কনে কিছুটা লজ্জা পাচ্ছিলেন। পাশে বসে এমন দৃশ্য দেখে একেবারে হতবাক হয়েছেন বর। কনে এবং ওই যুবকের মধ্যে কী হচ্ছে, তার যেন কুলকিনারা পাচ্ছেন না। কোনও বাধা দেননি তিনি। বরং সেদিকেই তাকিয়ে থাকেন। উঠেও যাননি। সেই দৃশ্যের ভিডিও করে নেন কেউ। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। কেউ বলছেন, ‘লজ্জাজনক’ কাজ করছেন ওই যুবক। কেউ আবার বলেন, কনেকে ‘চুমু’ খাওয়ার চেষ্টা করছিলেন। কেউ কেউ আবার যুবকের সমর্থনেও মুখ খোলেন। তাদের বক্তব্য, যুবক তো কনের ভাইও হতে পারেন। যদিও এই ভিডিও’র ঘটনাস্থল, সময় ও বর-কনের নাম-পরিচয় কিছু জানা যায়নি।