English Version
আপডেট : ৩০ জুন, ২০২১ ১৩:১৪

লকডাউনকে উপেক্ষা করে আজও রাজধানী ছাড়ছে মানুষ

অনলাইন ডেস্ক
লকডাউনকে উপেক্ষা করে আজও রাজধানী ছাড়ছে মানুষ

লকডাউনকে উপেক্ষা করে আজও রাজধানী ছাড়ছে মানুষ। ফেরিতে পারাপার হওয়া যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব মানার কোন বালাই। বুধবার সকাল থেকেই দক্ষিনবঙ্গের ঘরমুখি মানুষের ভীড় দেখা গেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া প্রান্তে। যেহেতু কাল থেকে কঠোর লকডাউনের ঘোষণা রয়েছে তাই স্বাভাবিকের চাইতে যাত্রী ও ব্যাক্তিগত গাড়ি রয়েছে চোখে পরার মতো।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের টার্মিনাল সুপারেন্টেন বসির আহম্মেদ বিডি২৪লাইভকে জানান, শিমুলিয়া প্রান্তে সকাল থেকে যাত্রীদের ভীড় রয়েছে। তবে যাত্রী ও যানবাহন পারাপারে ১৫ টি ফেরি চলাচল করছে। এদিকে পন্যবাহী যানবাহন ও ব্যাক্তিগত গাড়িসহ প্রায় ৪ শতাধিক গাড়ি রয়েছে পারের অপেক্ষায়।

এদিকে শিমুলিয়া ঘাটসহ জেলার বিভিন্ন প্রবেশ পথগুলোতে আজও আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট রয়েছে। রিক্সা ও জরুরি গাড়ি ব্যাতিত অন্যান্য গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও সিএনজি ও ব্যাক্তিগত গাড়ি যোগে যাত্রীদের ঘাটে আসতে দেখা যাচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ ব্যবসাপ্রতিষ্ঠানও খোলা রয়েছে যথারীতি।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। এ সময় জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৯ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতগণ ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রজ্ঞাপন আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। বিজ্ঞপ্তিতে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

করোনা রোধে মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।