English Version
আপডেট : ২৯ জুন, ২০২১ ১৭:২৯

কঠোর লকডাউনে বন্দর ব্যবহারকারীদের স্বাভাবিক চলাচল চান ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক
কঠোর লকডাউনে বন্দর ব্যবহারকারীদের স্বাভাবিক চলাচল চান ব্যবসায়ীরা

সরকার ঘোষিত ১ জুলাই থেকে কঠোর নিষেধাজ্ঞাকালীন দেশের সকল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে বন্দরে কর্মরতদের স্বাভাবিক চলাচল নিশ্চিতের দাবি জানিয়েছেন ফেডারেশন অব কাষ্টমস ক্লিয়ারিং এজেন্ট নেতৃবৃন্দ।

স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর প্রেরিত এক আবেদনে সংগঠনের সভাপতি মফিজুর রহমান সজন এবং মহাসচিব সুলতান আহমেদ বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে প্রধানমন্ত্রীর নেয়া সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা, চট্রগ্রাম, মোংলা, বেনাপোলে বন্দরে পণ্য খালাশ প্রক্রিয়ার সাথে জড়িত কয়েক হাজার বিভিন্ন পেশাজীবী। কঠোর লকডাউনের মধ্যে বন্দর থেকে পণ্য খালাসের সাথে জড়িত বিভিন্ন সংগঠনের লোকজনদের যাতায়াত নিশ্চিত করা না গেলে রাজস্ব আহরণ সম্ভব হবে না। একই সাথে কাষ্টমস হাউস খোলা রেখে ব্যাংক বন্ধ থাকলে আমদানি-রফতানিও বিঘ্নিত হবে। 

এমতাবস্থায় বন্দর ব্যবহারকারী সকল সদস্যের পরিচয়পত্রের মাধ্যমে চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে দিকনির্দেশনা দেবার অনুরোধ জানানো হয়েছে।