English Version
আপডেট : ২৯ জুন, ২০২১ ১৬:৪৮

ঝিনাইদহে কর্মহীন শ্রমিকদের উপহার প্রদান

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে কর্মহীন শ্রমিকদের উপহার প্রদান

ঝিনাইদহে করোনায় কর্মহীন হয়ে পড়া ৫শ শ্রমিকের মাঝে চাল ও নগদ টাকার সাথে আম উপহার দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক মজিবর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, এনডিসি এরফানুল হক চৌধুরী, ঝিনাইদহ প্রেস ক্লাব সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি চাউল, নগদ ৫শ টাকা ও ৪ কেজি আম পেয়ে খুশি কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা। শহরের ভুটিয়াগাতি এলাকা থেকে আসা শ্রমিক আছাদুজ্জামান মোহন বলেন, লকডাউনে কাজ কাম নাই। বাড়ি বসে থাকতি হচ্ছে। কোন আয় ইনকাম হচ্ছে না। প্রধানমন্ত্রী আমাগের চাল, টাকা আর আম দিল এতে আমরা খুশি।