English Version
আপডেট : ২৯ জুন, ২০২১ ১৫:৫৪

ঘরের ভেতরে পাওয়া গেল ২৬ অজগরের বাচ্চা

অনলাইন ডেস্ক
ঘরের ভেতরে পাওয়া গেল ২৬ অজগরের বাচ্চা

যশোরের কেশবপুর পৌরসভার মধ্যকুল গ্রামে আলমগীর হোসেনের বাড়িতে সাপের ২৬টি বাচ্চা ধরে মেরে ফেলা হয়েছে। তবে অনেক খোঁজাখুঁজি করেও মা-সাপটিকে পাওয়া যায়নি।

সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সাপের বাচ্চাগুলো কোন প্রজাতির তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা এগুলোকে অজগর সাপের বাচ্চা বলে দাবি করছেন।

পেশায় ভ্যানচালক আলমগীর হোসেন বলেন, তার মাটির ঘরের মেঝেই একটি গর্ত ছিল। তার ছোট মেয়ে সেখান থেকে একটি সাপের বাচ্চা বের হতে দেখে সেটিকে মেরে ফেলে। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে যান। গর্তটি খুড়ে সেখান থেকে সাপের আরও ২৫টি বাচ্চা পান।সাথে সাথে সেগুলোকেও মেরে ফেলা হয়। কিন্তু গর্তে বড় কোনো সাপ না পাওয়ায় তিনি সাপুড়িয়া ডেকে এনে সারাদিন ধরে ঘরের মেঝে খোঁড়াখুঁড়ি করেন। কিন্তু আর কোনো সাপ পাওয়া যায়নি বলেও জানান তিনি।