English Version
আপডেট : ২৯ জুন, ২০২১ ১৩:০৪

চাটমোহরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
চাটমোহরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পাবনার চাটমোহরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দীপক কুমার সূত্রধর (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) সন্ধার দিকে উপজেলার নিমাইচড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ঐ এলাকার মৃত রামচন্দ্র সূত্রধরের ছেলে।

এলাকাবাসীর তথ্যে জানা গেছে, বিকেলে নিজ বাড়িতে ঘরের বিদ্যুৎ লাইন মেরামত কাজ করছিলেন দীপক কুমার সূত্রধর। অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।