English Version
আপডেট : ২৯ জুন, ২০২১ ১২:৩৩

তাপসের প্ররোচনায় দুদক এমন আচরণ করেছে : সাঈদ খোকন

অনলাইন ডেস্ক
তাপসের প্ররোচনায় দুদক এমন আচরণ করেছে : সাঈদ খোকন

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় মোহাম্মদ সাঈদ খোকন অভিযোগ করে বলেছেন, দক্ষিণের বর্তমান মেয়র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এমন আচরণ করেছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন এ অভিযোগ করেন। সাবেক মেয়র সাঈদ খোকন আরও বলেন, কোন প্রকার নোটিশ না দিয়ে দুদক আদালতের মাধ্যমে ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। এতে আমার ও আমার পরিবারের মানবিক অধিকার ও সামাজিক অধিকার ক্ষুন্ন হয়েছে। আমি এ অধিকার ফিরে পেতে চাই।