English Version
আপডেট : ২৯ জুন, ২০২১ ১১:৩৪

নাটোরে গত ২৪ ঘণ্টায় ১৬১ জন করোনায় আক্রান্ত, ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
নাটোরে গত ২৪ ঘণ্টায় ১৬১ জন করোনায় আক্রান্ত, ৭ জনের মৃত্যু

নাটোর সদর হাসপাতালে করোনাসহ উপসর্গে ২ মারা গেছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে পাঁচজন। এনিয়ে জেলায় সর্বমোট মৃতের সংখ্যা আজ সাত জন। 

নাটোর সদর হাসপাতালে মৃতদের মধ্যে রেজিয়া (৬২) নামে এক নারী করোনায় এবং মজিবর (৬০) নামে এক বৃদ্ধ উপসর্গে মারা যায়। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় নাটোরে ভয়াবহ রেকর্ড ১৬১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণের হার ২৮.২৪ শতাংশ। যা গতদিনের চেয়ে ৮.৪৩ শতাংশ কম। জেলায় মোট আক্রান্ত ৩৭১৫ জন। সুস্থ হয়েছেন ১৭১৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৭২৩জন। সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। মোট মৃত্যু ৫০ জন। এদিকে শুধুমাত্র জুন মাসেই মারা গেল প্রায় ২৮ জন মানুষ।