English Version
আপডেট : ২৯ জুন, ২০২১ ১১:২৯

ফরিদপুরে ডোবার পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
ফরিদপুরে ডোবার পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের খাকান্দা গ্রামে ডোবার পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। ওই দুই শিশুর নাম রাতুল (৩) ও রিশামনি(৪) । আজ সোমবার (২৮ জুন) ফরিদপুরের ভাঙ্গার শাকিল আহমেদ নামের এক সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, গতকাল রোববার (২৭ জুন) সৌদি প্রবাসী শরীয়তপুর সদর উপজেলার দশরশি গ্রামের তফাজ্জল হোসেনের কন্যা রিশামনিকে নিয়ে মামা বাড়িতে বেড়াতে আসে।

বিকেলে সে মামাতো ভাই রাতুলকে নিয়ে বাড়ির পাঁশে বাগানে বসে খেলা করতে গিয়ে অসাবধানতাবশত পাঁশের ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাদেরকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে ডোবার পানিতে তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পায়। দ্রুত তাদেরকে উদ্ধার করে পার্শবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।