English Version
আপডেট : ২৮ জুন, ২০২১ ১৬:৪৩

রংপুরে গাঁজা সেবনের সময় চেয়ারম্যানপুত্র আটক

অনলাইন ডেস্ক
রংপুরে গাঁজা সেবনের সময় চেয়ারম্যানপুত্র আটক

গাঁজা, মাদকদ্রবের মধ্যে ভয়াবহ একটি নাম। সম্প্রতি রংপুরে গাঁজা সেবনের সময় আসিফ মোহাম্মদ জাকিউল আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জানা যায়, আটককৃত যুবক হচ্ছে গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে আসিফ মোহাম্মদ জাকিউল আমিনকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (২৮ জুন) দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

তিনি জানান, রোববার রাতে নগরের খটখটিয়া এলাকায় গাঁজা সেবনের সময় আসিফ মোহাম্মদ জাকিউল আমিনকে হাতেনাতে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় সোমবার (২৮ জুন) সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে তাকে দুপুরে মেট্রোপলিটন আমলি আদালতে (পরশুরাম) আদালতে পাঠানো হয়েছে।

মাদক, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পরশুরাম থানা পুলিশ সজাগ রয়েছে উল্লেখ করে ওসি বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৮৭ সালের ৪২তম অধিবেশনে পৃথিবীকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে প্রতিবছরের ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। এবারের স্লোগান—মাদকের নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা।