English Version
আপডেট : ২৮ জুন, ২০২১ ১৫:৫৯

বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন বিগত ২৪ ঘণ্টায় ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত ৩দিন ধরে ধারাবিহকভাবে বেড়েছে করোনা শনাক্তের হার। অপরদিকে মেডিকেলের করোনা ওয়ার্ডে বাগেরহাটের পর এবার সাতক্ষীরার রোগী নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ। ভারত সিমান্তবর্তী সাতক্ষীরার রোগীর মাধ্যমে বরিশালেও করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা করছেন সংশ্লিষ্টারা। 

মেডিকেল কলেজ হাসপাতালের করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া খান জানান, গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এরা হলো নূরজাহান (৬০), আব্দুর রাজ্জাক (৮০), জমজম হাওলাদার (৬৫), জয়ধর আলী (৮০), রেহেনা বেগম (৫৫) ও শেখর বনিক (৬০)। এদের মধ্যে শেখর বনিকের নমূনা পজেটিভ এবং অপর ৫ জনের রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। 

গতকাল সকাল ৮টা পর্যন্ত শেরই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১১৮জন রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২৭ জন রোগী। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন রোগী। আইসিইউ’তে ভর্তি ছিলেন ১১জন মুমূর্ষু রোগী। এদিকে গত ৩ দিন ধরে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ধাই ধাই করে বাড়ছে। সব শেষ গত রবিবার রাতে প্রকাশিত মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের রিপোর্টে ১৮৮ জনের নমূনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮.৪০ ভাগ। এর আগে গত শনিবারের রাতের রিপোর্টে ৪৬.৮০ ভাগ এবং শুক্রবার রাতের রিপোর্টে ৪৪.৪৪ ভাগের করোনা পজেটিভ হয়েছে। 

অপরদিকে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে বাগেরহাটের পর এবার ভারত সিমান্তবর্তী সাতক্ষীরার রোগী ভর্তি হয়েছে। গত রবিবার সন্ধ্যায় সাতক্ষীরার একজন রোগী ভর্তি হয়েছে। এছাড়া বাগেরহাটের দুইজন রোগী চিকিৎসাধীন রয়েছে করোনা ওয়ার্ডে। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। বাগেরহাট ও সাতক্ষীতার রোগী নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কর্তৃপক্ষ। সাতক্ষীরা ও বাগেরহাটের রোগীর মাধ্যমে বরিশালে করোনার ভারতীয় ছড়িয়ে পড়ার আশংকা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।