English Version
আপডেট : ২৮ জুন, ২০২১ ১৫:২৯

নন্দীগ্রামে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
নন্দীগ্রামে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন- উপজেলার ভাটগ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে রফিকুল ইসলাম (৪১) ও তার সহযোগী একই গ্রামের আব্দুল বাছেরের ছেলে ফজলে রাব্বী (২৮)।

সোমবার (২৮ জুন) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল রবিবার (২৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটগ্রামে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।